অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জুন ফুল এপিসোড

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জুন ফুল এপিসোড

Posted on

সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে স্মৃতি ফিরলো সূর্যের। আর স্মৃতি ফিরে মাত্রই সেন গুপ্ত বাড়ির সকলের সামনেই ইরার মুখোশ খুলে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৪ জুন আমরা এমনটাই দেখতে চলেছি।

সূর্য যখন সেনগুপ্ত বাড়িতে এসেছে। তখন থেকেই সবাই চেষ্টা করছে ধীরে ধীরে সূর্যের স্মৃতি ফেরানোর। কিভাবে সূর্যকে আবার সাধারণ জীবনে ফেরানো যায়। দীপা তো কিছুতেই হাল ছাড়তে নারাজ। সে মনে মনে পন করে বসে আছে সূর্যকে সে সুস্থ করেই ছাড়বে। এমনকি সূর্য যেই জিনিসগুলোর সাথে সবসময় সময় কাটাতো বা ব্যবহার করত সেই জিনিসগুলো বারবার মনে করানোর চেষ্টা করতে থাকে দীপা। এমন কি সূর্যকে তার চেম্বারেও নিয়ে যায়। এভাবেই সবকিছু দেখতে দেখতে সূর্যের স্মৃতি একটু একটু ফিরতে থাকে।

কিন্তু ইরার ভয় হচ্ছে সূর্যের যদি একবার সবকিছু মনে পড়ে যায়। তাহলে তো সব শেষ। ইরা যে সূর্যের সাথে কি কি করেছে। তা তো সব সামনে চলে আসবে। আর সব সামনে চলে আসলে তো ইরা ফেঁসে যাবে এসবের ভয়ে থাকে ইরা। কিন্তু ভয় থেকেও ইরা কিছু করতে পারছে না। কারণ সব সময় দীপা চোখে চোখে রাখছে সূর্য এবং ইরাকে।

এদিকে ডাক্তাররা বলেছে সূর্যের পুরনো স্মৃতিগুলো সব ধীরে ধীরে মনে পড়ে যাবে। এইভাবে সূর্যকে যত্ন করে আগলে রাখলে। এসব কথা শুনে দীপা তো সূর্যকে আরো যত্নে রাখে। আর চেষ্টা করে পুরনো স্মৃতিগুলো মনে করানোর।

See also  কথা সিরিয়াল আজকের পর্ব 19 আগস্ট ফুল এপিসোড

হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!

Leave a Reply