প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে “অতিথি পাখি” অনুচ্ছেদ রচনাটি লিখতে হয় । যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
অতিথি পাখি অনুচ্ছেদঃ
অতিথি পাখি হলো যে পাখি অন্যদেশ থেকে আমাদের দেশে বেড়াতে আসে। পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে প্রতিবছর অসংখ্য পাখি আসে। আমাদের এ অতিথিরা সাধারণত শীতকালে আসে। প্রাকৃতিক লীলা-বৈচিত্রের এ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখিদের অবদান অনেক অতিথি পাখিরা সময়ে আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক একই সময়ে আগমন ঘটে পর্যটকদেরও। ফলে অতিথি পাখি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু কতিপয় মানুষ নির্বিচারে অতিথি পাখি নিধন করে, যা অনৈতিক। যারা আমাদের জন্য সুন্দর শুভবার্তা হবো আনে তাদেরকেই আমরা ড়ে দেই। অবতের দিকে। তখন বাঙালির অতিথিপরায়ণতার বিষয়টি হয়ে পড়ে বিতর্কিত। অতিথি পাখিদের আমাদের অতিথির মতোই সানরে গ্রহণ করা উচিত।
তাদের জন্য তৈরি করা উচিৎ তারা এই অতিথি পাখিরা আমাদের সামনে কাঁটাতার মুক্ত অবাধ বিচরণের থাক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায়। বিশ্বায়নের যুগে এই বার্তাটি খুবই তাৎপর্যপূর্ণ। সমস্ত ভেদাভেদ ভুলে বিশ্বমানবের ইকোর প্রতি সহানুভূতি সৃষ্টি করে নানা দেশের এই অতিথি পাখিরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমাদেরকে অতিথি পাখি সংরক্ষণে বিশেষ সচেতন হতে হবে। অতিথি পাখিদের অতিথি হিসেবে বরণ করার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। দমন করতে হবে অতিথি পাখি শিকারীদের সরকারের উচিত পাখি নিধন রোধক কঠোর পদক্ষেপ নেওয়া। এছাড়া আমরা নিজেরা পাখি এবং অতিথি পাখি শিকার করব না, অন্যকেও তা করতে দিব না।
আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।